পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের মনে হয়েছে দেশটিতে ক্রিকেটের দায়িত্ব নিতে আগ্রহী কোচের অভাব রয়েছে। পিসিবিতে অনিশ্চয়তা এবং অদূরদর্শিতা এর প্রধান কারণ। এছাড়া বোর্ডে ঘনঘন বড় পদে পরিবর্তন, এক বা দুই সিরিজে পারফরম্যান্সের বিবেচনায় বাদ দেয়াও রয়েছে। যার ফলে বিদেশি, এমনকি স্থানীয় কোচেরাও সেই আগ্রহ দেখাতে সাহস পান না।
২০১৯-২১ পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করা মিসবাহ বলেন, ‘যদি বোর্ডের নীতিমালা দেখেন, বিদেশি কোচ তো পরের কথা দেশি কোচও পিসিবির সাথে কাজ করতে আগ্রহী হবে না। এভাবে পাকিস্তান ক্রিকেট চলতে পারে না। টিম ম্যানেজমেন্ট, নির্বাচন এবং উঠতি খেলোয়াড়দের নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। অপ্রত্যাশিতভাবে পাকিস্তান ক্রিকেটে একটি পরিবর্তন মানে সবকিছুর পরিবর্তন।’
‘আমি বিশ্বাস করি ভালো দল এবং ভালো খেলোয়াড় তৈরি করা অসম্ভব, যদি না তাদের সঠিকভাবে সময় দেয়া হয়। যে দেশগুলো সফল তাদের পদ্ধতির প্রতি আমাদের নজর দেয়া প্রয়োজন।’
২০১৯-২১ প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা ৪৯ বর্ষী সাবেক ভিন্ন অধিনায়ক থাকা নিয়ে বলেছেন, ‘আমার মনে হয় সংস্করণ অনুযায়ী আপনি সেরা অধিনায়ক নির্বাচন করতে পারেন। আমাদের খেলোয়াড়েরা ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়ার সাথে পরিচিত। সুতরাং শিরোপার দৌড়ে আমরা প্রথম সারিতে আছি।’
‘যদি একজন খেলোয়াড় দুই মাস ফ্রি থাকে তাহলে কেন তাকে লিগে খেলে টাকা কামানোর সুযোগ দেয়া হবে না। কিন্তু হ্যাঁ, বিশ্বকাপের আগে সেই অনুমতি দেয়া বড় ভুল হবে।’ অনাপত্তিপত্র নিয়ে বাস্তবিক হওয়ার পক্ষে সাবেক ডানহাতি এ ব্যাটারের মন্তব্য এমন।







