ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। আসরে আন্ডারডগ হিসেবে পরিচিত পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে শুক্রবার, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সেই ম্যাচের আগে পাকিস্তানের বোলারদের উপর আস্থা রাখছেন দলটির ডিম ডিরেক্টর মিকি আর্থার।
বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্থার, শাদাব খানের উপর তার আত্মবিশ্বাসের কথা জানান। তিনি বলেন, ‘শাদাব একজন সেরা অলরাউন্ডার। আমি আশা করি আগামীকাল থেকে সে ফর্মে আসবে। তাকে নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই, তাড়াতাড়িই সে ফর্মে ফিরবে।’
এরপর পাকিস্তানের বোলিংয়ের উপর আস্থা প্রকাশ করেন আর্থার। দাবি করেন, পাকিস্তানের বোলিং লাইনআপ বিশ্বের সেরা। তার মতে, ‘আমি মনে করি আমাদের বোলিং বিশ্বের সেরা। যদি আমরা রান করতে পারি, আমাদের বোলারদের সেটা আটকে রাখার ক্ষমতা আছে।’
‘আমরা দলকে নিয়ে একটি পরিকল্পনা করেছি, আমাদের সেরা একাদশ তৈরি আছে। যখন টস হবে, তখন আমাদের সেরা একাদশ প্রকাশ করব।’
ব্যাটিং নিয়ে আর্থারের মন্তব্য, ‘আমাদের ব্যাটিং শুধু বাবর এবং রিজওয়ান কেন্দ্রিক নয়। আমাদের সম্ভাবনাময়ী আরও ব্যাটার রয়েছে যেমন-ইমাম, সউদ শাকিল এবং ফখর জামানও বেশ দক্ষ ব্যাটার।’
আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচ শুরু হবে।







