প্রথমবারের মত সরকারি মানসিক স্বাস্থ্য সেবা অ্যাপ ‘হামরাজ’ হেল্পলাইন চালু করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গতকাল বিশ্ব স্বাস্থ্য দিবসে এই সেবা প্রযুক্তি চালু করেন।
পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, অ্যাপ্লিকেশনটি নাগরিকদের আত্মহত্যার চিন্তা বা মানসিক স্বাস্থ্যজনিত জরুরী পরিস্থিতিতে সেবাদানকারী কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। অ্যাপ ব্যবহারকারীরা মনোরোগ বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানীদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে এবং তারা যে সমস্যাগুলির মুখোমুখি হয় তা সম্পূর্ণ গোপনীয়তার সাথে শেয়ার করতে পারবে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টুইটারে বলেন, “এই বিশ্ব স্বাস্থ্য দিবসে, আমি সরকারের প্রথম মানসিক স্বাস্থ্য অ্যাপ ‘হামরাজ’ হেল্পলাইন চালু করার ঘোষণা দিতে পেরে আনন্দিত। নাগরিকদের সুস্থতা এবং বিশেষ করে মানসিক স্বাস্থ্য আমাদের সমাজের উন্নতির জন্য সর্বাগ্রে।”
প্রধানমন্ত্রীর কৌশলগত সংস্কারের প্রধান সালমান সুফি বলেছেন, “মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং যারা ঝুঁকিতে ছিলেন তাদের সহায়তা করার জন্য যথেষ্ট মনোরোগ বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানী নেই। তবে আমরা যথাসম্ভব নিয়োগ করছি এবং পরবর্তী পর্যায়ে আরও নিয়োগ করার আশা রাখছি।”
পাকিস্তানের এই অ্যাপকে দেশটির জনগণের মানসিক স্বাস্থ্যের জন্য নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্বেগ বলে মনে করছেন বিশিষ্টজনেরা। দেশটির নাগরিকরা হেল্পলাইনের জন্য ১১৬৬ ডায়াল করে যেকোনো ধরণের মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবে।







