পাকিস্তানে হওয়া হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতেছে ভারত। গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিক পাকিস্তানকে। দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে ভারত, সেখানে ছিলেন না পাকিস্তানের কোনো প্রতিনিধি। বিষয়টি অবাক করেছে আয়োজকদের সাবেক পেসার শোয়েব আখতারকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপামঞ্চে পাকিস্তানের কেউ না থাকা নিয়ে শোয়েব বলেছেন, ‘ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এবং আমি অদ্ভুত একটি ঘটনা দেখলাম। যদিও তারা আয়োজক, কিন্তু পাকিস্তানের কোনো প্রতিনিধি ফাইনালে দুবাইতে দেখলাম না। পাকিস্তান থেকে কেনো কোনো প্রতিনিধি এখানে আসেনি সেটা আমার বুঝে আসছে না। বিশ্বমঞ্চের এখানে কারও থাকা উচিত হলেও আমি কাউকে দেখিনি।’
প্রায় ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্টের আয়োজক ছিল পাকিস্তান। নিরাপত্তার কারণে ভারত দেশটিতে না গেলে রোহিতদের ম্যাচ আয়োজন করা হয় দুবাইয়ে। ফাইনালও হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। স্বাগতিক হয়েও ফাইনাল আয়োজন করতে না পারা পাকিস্তানের জন্য হতাশার ছিল।
পরে অবশ্য বিষয়টির ব্যাখ্যা সামনে এনেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। সূত্রের বরাতে জানিয়েছে, পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তাকে পুরস্কার বিতরণীর মঞ্চে ডাকা হয়নি।








