২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। দেশটিতে যেতে চায় না ক্রিকেটের অন্যতম শক্তিশালী দেশ ভারত। ২৬ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে জরুরি সভায় বসার কথা ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। সেই সভা হবে ২৯ নভেম্বর। আসরটি আয়োজন করতে দৃঢ় প্রতিজ্ঞ পাকিস্তান।
২৯ নভেম্বর বোর্ড মিটিং ডেকেছে আইসিসি এবং সেটি অনলাইনে হবে। উপস্থিত থাকবেন আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশের প্রতিনিধি। সহযোগী দেশ থেকে থাকবে তিনজন। একজন স্বাধীন পরিচালক, আইসিসি চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অংশ নিয়ে থাকেন। সেখানে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় আয়োজিত হবে। এজন্য অনলাইনে ভোট হবে।
এটি হবে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলের শেষ মিটিং। ডিসেম্বরের ১ তারিখ নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। এরপর আয়োজনের গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হবেন তিনি।
আইসিসি কোনো আয়োজনের প্রায় ১০০ দিন আগে সূচি প্রকাশ করে। তবে ১৯ ফেব্রুয়ারি থেকে আসর শুরু হওয়ার তারিখ নির্ধারিত থাকলেও এখনও সূচি প্রকাশ করা হয়নি। ভারত পাকিস্তানে যেতে চায় না, পাকিস্তানও হাইব্রিড মডেল অনুসরণ করতে চায় না।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি চাইছেন পুরো আয়োজন পাকিস্তানে করতে। তিন ভেন্যু লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে হবে সব ম্যাচ। গত সপ্তাহে ভারতের সাথে রাজনৈতিক অচলাবস্থার অবসানে আলোচনা করতে চেয়েছিলেন তিনি। যদিও পিসিবির থেকে এ বক্তব্যের সত্যতাও নিশ্চিত করা হয়নি।









