আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। আয়োজক পাকিস্তানে যেতে চায় না ভারত, অন্যদিকে আইসিসির কাছে ধর্না দিয়ে বসে আছে পাকিস্তান। সমস্যার সমাধানে শুক্রবার সন্ধ্যায় বসছে ভার্চুয়াল সভা। পাকিস্তান আবার হুমকিই দিয়ে রেখেছে, ভারত না আসলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে যাবে না দেশটিতে।
টি-টুয়েন্টি বিশ্বকাপের পরের আসর বসবে ২০২৬। যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৫ সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। ২০২৫ সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না আসলে টি-টুয়েন্টি ও ওয়ানডের ওই আসরে ভারতে যাবে না পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম এমন জানাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরের আসর আগামী বছর ভারতে হবে এবং পাকিস্তান সেখানে যাবে না। আসরে হাইব্রিড মডেল করা সম্ভব না হলে পিসিবি নিজেদের প্রত্যাহার করার হুমকি দিয়েছে।’
পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বৃহস্পতিবার বলেছেন, ‘আমরা যাই করি, পাকিস্তানের জন্য ভালো ফলাফল আনার চেষ্টা করব। আবারও বলছি এবং নিশ্চিত কী বলতে চাচ্ছি, এটা সম্ভব না পাকিস্তান খেলতে যাবে এবং ভারত আসবে না।’
‘আমাদের অবস্থান স্পষ্ট। প্রতিজ্ঞা করছি আমরা পাকিস্তানের সর্বোচ্চ ভালোর জন্য কাজ করব। সবসময় আইসিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলছি এবং আমার দলও চেষ্টা করছে। যা হবে, সমতার ভিত্তিতে হবে। আইসিসিকে সেটা স্পষ্ট করে বলে দিয়েছি।’









