পাকিস্তানে ব্লাইন্ড টি-টুয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের চতুর্থ আসর বসতে চলেছে। আসরে অংশ নেবে না ভারত, জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া (সিএবিআই)। সরকারের অনুমতি না পাওয়ায় যাওয়া হচ্ছে না তাদের। আসর গড়াবে ২২ নভেম্বর এবং চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।
বিবৃতিতে বোর্ডটি জানিয়েছে, ‘যদিও এটি দলের জন্য একটি বড়সড় ধাক্কা, সিএবিআই সম্পূর্ণরূপে সরকারের উদ্বেগ এবং সিদ্ধান্তকে সম্মান করে। ভারত আসরে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ছিল এবং অংশগ্রহণের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছিল। যাইহোক, আমরা সরকারের নির্দেশনাকে অগ্রাধিকার দিচ্ছি এবং দেশের ব্লাইন্ড ক্রিকেটের ক্রমাগত উন্নয়নের প্রতিশ্রুতিতে অবিচল থাকব।’
‘আসরে অংশগ্রহণ করতে না পেরে আমরা হতাশ। তবে আমরা দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্ববোধ করি এবং আবেগ নিয়ে খেলার চেষ্টা করি। আমরা সবসময় বড় আসরে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উন্মুখ। আমরা জানি আগামী বিশ্বকাপ আশেপাশেই হবে এবং তার জন্য আমাদের প্রস্তুতি চালিয়ে যাব।’ বলেন দলটির অধিনায়ক দুর্গা রাও টম্পাকি।
‘আমরা একটি কোচিং ক্যাম্প করেছি যা সফল এবং উদীয়মান কিছু প্রতিভা দেখেছি, যা দলকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে। এই প্রতিভাগুলোকে লালন করার এবং পরবর্তী আসর এলে আমাদের দল প্রস্তুত কিনা তা নিশ্চিত করার সময় এসেছে।’
এপর্যন্ত হওয়া তিনটি আসরে সবগুলোতে চ্যাম্পিয়ন ভারত। প্রথম দুই আসরের ফাইনালে পাকিস্তানকে হারানোর পর সবশেষ আসরের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। গত ৯ নভেম্বর বিসিসিআই সূত্রে খবর হয় আসরে অংশ নিতে পাকিস্তানে যাবে না দল। এরপর থেকে শুরু হয়েছে নানা টানাপোড়েন।








