নেদারল্যান্ডস ও পোল্যান্ডে অনুষ্ঠিত নেশনস কাপে খেলতে গিয়ে ডাচ কর্তৃপক্ষের কাছে আশ্রয় চেয়েছিলেন তিন পাকিস্তানি হকি খেলোয়াড় ও এক ফিজিওথেরাপিস্ট। এমন ঘটনার পর অভিযুক্ত তিন খেলোয়াড় ও ফিজিওকে আজীবন নিষিদ্ধ করেছে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)।
আজীবন নিষিদ্ধ হওয়া তিন খেলোয়াড় হলেন- মুর্তজা ইয়াকুব, ইহতেশাম আসলাম এবং আবদুর রহমান। ফিজিওথেরাপিস্ট হলেন ওয়াকাস। গতমাসে খেলতে গিয়ে এ কাণ্ড করেন তারা।
পাকিস্তান হকি ফেডারেশনের সেক্রেটারি রানা মুজাহিদ জানিয়েছেন, ‘ইউরোপ থেকে দল নিয়ে ফিরে আসার পর তারা আমাদের জানায় যে ঘরোয়া সমস্যার কারণে তারা ইসলামাবাদে প্রশিক্ষণে অংশ নিতে পারবেন না।’
‘পরে জানতে পারি নেশনস কাপের ভিসা ব্যবহার করে তারা নেদারল্যান্ডসের কাছ আশ্রয় চেয়েছে। আমরা অন্তর্বর্তী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ওদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছি।’









