আগামী দুই বছরের জন্য পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। দুই বছরের চুক্তিতে তিনি বাবর আজমদের সঙ্গে কাজ করবেন।
এর আগে তিনি ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত পাকিস্তানের ফিল্ডিং কোচ ছিলেন। পরে লাহোরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) কোচদের ডেভেলপমেন্টে কাজ করেন।
পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বিবৃতিতে বলেছেন, ‘ব্র্যাডবার্ন কোচিং অভিজ্ঞতার ঝুলি নিয়ে যোগ দিয়েছেন। আমাদের ছেলেদের দলের সঙ্গে তিনি আগেও এবং এনসিএ-তে কাজ করেছেন। তিনি আমাদের সংস্কৃতি এবং ক্রিকেটের দর্শন ভালোভাবে বোঝেন এবং আমাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন আদর্শ প্রার্থী।’
৫৬ বর্ষী ব্র্যাডবার্ন পাকিস্তান ক্রিকেট বোর্ডের হয়ে কাজ করার আগে ছিলেন স্কটল্যান্ডের হেড কোচ। ক্রিকেটার থাকা অবস্থায় নিউজিল্যান্ডের হয়ে খেলেন সাতটি টেস্টে ১০৫ ও ১১ ওয়ানডেতে ৬০ রান করেন। বল হাতে দুই ফরম্যাট মিলিয়ে পান ১২ উইকেট।
এছাড়া সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু পুটিককেও ব্যাটিং কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে পিসিবি। দলের ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করবেন ক্লিফ ড্রেকন। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে থাকবেন ড্রিকাস সাইমান।









