পাকিস্তানের সাবেক টেস্ট খেলোয়াড় ফারুক হামিদ ৮০ বছর বয়সে মারা গেছেন। দেশের হয়ে তিনি একটি মাত্র টেস্ট খেলেছিলেন ১৯৬৪ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। হামিদের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে এ সাবেক মিডিয়াম পেসার ক্যান্সারে ভুগছিলেন।
ফারুক হামিদের মৃত্যুতে শোক জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও হামিদের মৃত্যুতে শোকাহত। হামিদের ক্যারিয়ার ১৯৬০-এর দশকে বিস্তৃত ছিল এবং পাকিস্তান ক্রিকেট দীর্ঘসময় ধরে অবনতির মধ্য দিয়ে যাচ্ছিল। তার ক্যারিয়ারের প্রায় পুরো সময় ঘরোয়া প্রথম-শ্রেণির ক্রিকেট খেলেছেন।
ঘরোয়ার বিভাগীয় দল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং আঞ্চলিক দল লাহোরের হয়ে খেলেছেন লাহোরে জন্মগ্রহণ করা হামিদ। ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ২৫.২১ গড়ে ১১১ উইকেট নিয়েছেন।
অস্ট্রেলিয়া সফরের জন্য তাকে ডাকা হয়েছিল ১৯৬৪ সালের ডিসেম্বরে। ১৯ বছর বয়সে হানিফ মোহাম্মদের অধিনায়কত্বে মেলবোর্নে তার অভিষেক হয় এবং প্রথম ও একমাত্র টেস্টটি খেলেন। তার একমাত্র উইকেট ছিল ইয়ান চ্যাপেলের, ম্যাচটি ড্র হয়েছিল।
ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ দেখে হতাশ হয়ে হামিদ ২৫ বছর বয়সে খেলা ছেড়ে দেন। তার বড় বোন তাহিরা হামিদ ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে পাকিস্তান মেয়েদের ক্রিকেটের প্রাথমিক বছরগুলোতে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ২০২০ সালে তিনি মারা যান।









