সাবেক খেলোয়াড় ও বর্তমানে ছেলেদের দলের নির্বাচক কমিটির আহ্বায়ক আকিব জাভেদ পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন। জিম্বাবুয়ে সফর দিয়ে ৫২ বর্ষী সাবেক পেসারের জাতীয় দলে দায়িত্ব শুরু হবে। লাল বলের কোচ জেসন গিলস্পি পাকিস্তানের সাদা বলের অর্ন্তবর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার এ ঘোষণা আসবে নিশ্চিত করেছে ক্রিকইনফো।
ডানহাতি পেসার আকিব জাভেদ ২২ টেস্ট খেলেছেন, নিয়েছেন ৫৪ উইকেট। ক্যারিয়ার সেরা ফিগার ৮৪ রানে ৫ উইকেট। ওয়ানডে খেলেছেন ১৬৩টি এবং সেখানে উইকেট নিয়েছেন ১৮২টি। ৩৭ রানে ৭ উইকেট তার ক্যারিয়ার সেরা ওয়ানডে বোলিং ফিগার। ১২১টি ফার্স্টক্লাস ক্রিকেটে নিয়েছেন ৩৫৮ উইকেট যেখানে ৫১ রানে ৯ পেয়েছিলেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে বিদেশি কোচ দিয়ে ক্রিকেট চালাবে না। দলটি দেশিয় কোচদের উপর আস্থা রাখতে চায়। সে প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তানের সব ধরণের ক্রিকেট থেকে গিলেস্পিকে সরিয়ে দিয়েছে।
গিলেস্পিকে টেস্টে ক্রিকেটের বাইরে ওয়ানডে ও টি-টুয়েন্টির দায়িত্ব নিতে বলা হয়েছিল। বোর্ড অবশ্য তাকে জানিয়েছিল অতিরিক্ত দুই সংস্করণের জন্য তাকে অতিরিক্ত কোনো অর্থ প্রদান করবে না। পিসিবির সেই প্রস্তাব প্রত্যাখান করায় গিলেস্পির পরিবর্তে নতুন কোচের খোঁজে বের হয় তারা।
পিসিবির এক কর্তা জানিয়েছে, গিলেস্পির বিরুদ্ধে পাকিস্তানে পর্যাপ্ত সময় না কাটানোর অভিযোগ আনা হয়েছে। গ্যারি কারস্টেনের পদত্যাগের সময়ও এমন ব্যাখ্যা দিয়েছিল পিসিবি। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পরই মূলত গিলেস্পির উপর আস্থা হারায় বোর্ড।









