ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ চাওয়া পাকিস্তান খেলার একঘণ্টা আগেও মাঠে আসেনি। একঘণ্টা পেছানো হয়েছে এশিয়া কাপের পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচ।
গত ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো ইস্যুতে নাখোশ পাকিস্তান। ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ আনে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। আইসিসির কাছে তাকে অপসারণের দাবি জানায় সংস্থাটি। আইসিসি তা আমলে না নেয়ায় পাকিস্তানের এশিয়া কাপ থেকে সরে যাওয়ার আলোচনা ওঠে।
আলোচনা ছাপিয়ে মঙ্গলবার অনুশীলন করেছিল তারা। বুধবার ম্যাচ খেলতে দুবাইয়ের স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় টিম হোটেল ছাড়ার কথা ছিল পাকিস্তানের। নির্দিষ্ট সময়ে টিম হোটেল ছাড়েননি দলটির ক্রিকেটাররা, শঙ্কা জাগে ম্যাচ গড়ানো নিয়ে।
ক্রিকেটারদের হোটেল না ছাড়া ঘটনায় রমিজ রাজা ও নাজাম শেঠিকে নিয়ে জরুরি বৈঠক করেন পিসিবি ও এসিসি সভাপতি মহসীন নকভী। তারপর ক্রিকেটারদের মাঠে যেতে বলেন পিসিবি সভাপতি। এরপর মাঠের পথে হোটেল ছাড়েন তারা। তার আগে অবশ্য একঘণ্টা পেছানো হয় ম্যাচ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় খেলা গড়ানোর কথা ছিল। একঘণ্টা পিছিয়ে এখন ম্যাচ গড়াবে সাড়ে নয়টায়। টস হবে নয়টায়।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান ম্যাচে অ্যান্ডি পাইক্রফটের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালনের কথা। দুদফায় তাকে দায়িত্ব থেকে অপসারণের জন্য আবেদন করেছে পিসিবি। প্রথমবার নাকচ করলেও পিসিবির দ্বিতীয় মেইলের কোন উত্তরই দেয়নি আইসিসি।
পিসিবির দাবি, ভারত ম্যাচে টসের সময় রেফারি পাইক্রফট নিজেই পাকিস্তান অধিনায়ককে বলেছেন- হাত মেলানোর দরকার নেই।








