Site icon চ্যানেল আই অনলাইন

উইকিপিডিয়া বন্ধ করল পাকিস্তান

আক্রমণাত্মক ও ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ তথ্য অপসারণ করতে অস্বীকার করায় উইকিপিডিয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

আজ শনিবার দ্য নিউজ পত্রিকার তথ্য অনুযায়ী, পাকিস্তান টেলিকম অথরিটি (পিটিএ) ৪৮ ঘন্টার মধ্যে নিন্দাজনক তথ্য মুছে ফেলতে বলে উইকিপিডিয়াকে, মুছে ফেলা না হলে তারা উইকিপিডিয়া বন্ধ করার সিদ্ধান্ত জানায় তারা।

শুক্রবার গভীর রাতে পিটিএর একজন মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে এবং উইকিপিডিয়া ব্লক করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি নিশ্চিত করে জানান উইকিপিডিয়া ব্লক করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে পিটিএ এই পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, উইকিপিডিয়াকে একটি নোটিশ জারি করে উল্লেখিত বিষয়বস্তু অপসারণ করার জন্য যোগাযোগ করা হয়েছিল, শুনানির সুযোগও দেওয়া হয়েছিল তবে প্ল্যাটফর্মটি নিন্দামূলক তথ্য অপসারণ করেনি বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেনি।

তিনি আরও বলেন, উইকিপিডিয়ার পক্ষ থেকে পিটিএর নির্দেশনা না মানার কারণে, তাদের পরিষেবাগুলিকে ৪৮ ঘন্টার জন্য বন্ধ করে রিপোর্ট করা তথ্যগুলিকে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তারা পরে তা সরিয়ে ফেলে ,তবে উইকিপিডিয়ার পরিষেবা পুনরায় চালু করার ব্যাপারটি বিবেচনা করা হবে।

এর আগে পাকিস্তানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবকে প্রায় একই কারণে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা একটি স্পর্শকাতর বিষয়।

Exit mobile version