পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ১২টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মুখপাত্র বলেন যে, ৭ এবং ৮ মে ভারতীয় ড্রোনগুলো দেশের বিভিন্ন স্থানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।
শরীফ চৌধুরী বলেন, একটি ড্রোন লাহোরের কাছে বিধ্বস্ত হয়েছে, অন্যগুলো রাওয়ালপিন্ডি, চকওয়াল এবং করাচির কাছে ভূপাতিত করা হয়েছে।
তিনি জানান, ড্রোন হামলার ফলে লাহোরে চারজন পাকিস্তানি সেনা আহত হয়েছেন এবং সিন্ধুর মিয়ানোতে একজন বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন।
আইএসপিআর মহাপরিচালক আরও বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ সতর্ক রয়েছে। চলমান শত্রুতার সময় ভারত মসজিদ এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।









