শ্রীলঙ্কা থেকে ফিরেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। সিরিজের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। বুধবার শ্রীলঙ্কার মাটিতে টি-টুয়েন্টি সিরিজ জিতে দেশে ফেরা দলটিকেই রেখেছে ঘরের মাঠের সিরিজের জন্য।
অধিনায়ক থাকছেন লিটন দাস। ২০ জুলাই প্রথম ম্যাচ দিয়ে সিরিজ শুরু হওয়ার পর ২৪ জুলাই শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। মাঝে ২২ জুলাই হবে দ্বিতীয় ম্যাচটি। সবগুলো খেলাই হবে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ টি-টুয়েন্টি দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।









