অস্ট্রেলিয়ায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান যাত্রা শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি, ৯ উইকেটের বড় জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে পাকিস্তান। পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন হারিস রউফ।
অ্যাডিলেড ওভালে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন রিজওয়ান। নেমে প্রথম থেকেই ধুঁকতে থাকে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অজিরা ৩৫ ওভার খেলে ১৬৩ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন স্টিভেন স্মিথ, ১৯ রানের ইনিংস আসে ওপেনার ম্যাথু শর্টের থেকে, ১৮ করেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
ডানহাতি পেসার হারিস রউফ ৮ ওভারে ২৯ রানে নেন ৫ উইকেট। ৩ উইকেট নেন বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি।
জবাবে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা সাইম আইয়ুব ক্যারিয়ারসেরা ৮২ রানের ইনিংস খেলেছেন। অপর ওপেনার আবদুল্লাহ শফিক খেলেছেন অপরাজিত ৬৪ রানের ইনিংস। বাবর আজমের থেকে আসে ১৫ রান। পাকিস্তান ২৬.৩ ওভার খেলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে। একমাত্র উইকেটটি নেন জাম্পা।








