ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। টি-টুয়েন্টিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করে কদিন আগের সেই হারের শোধই যেন নিল জস ইংলিশের দল। তিন ম্যাচের সিরিজে শেষটিতে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।
হোবার্টে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রিজওয়ান। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১১৭ রানের পুঁজি পায় পাকিস্তান। জবাবে ১১.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ৫২ বল হাতে রেখে জিতে যায় স্বাগতিক দল।
ব্যাটে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। ১৭ রানে ওপেনার সাহেবজাদা ফারহান আউট হলে বাবর আজম ও হাসিবুল্লাহ খানের জুটিতে আসে দ্রুতগতির ৪৪ রান। অ্যাডাম জাম্পার বলে ২৪ রান করে হাসিবুল্লাহ ফিরে গেলে একের পর এক উইকেট হারাতে থাকে দলটি।
অন্যপ্রান্ত থেকে বাবর আজম খেলেন দুর্দান্ত ইনিংস। ৪ চারে ২৮ বলে ৪১ রান করে তিনি জাম্পার বলে বোল্ড হন। ইরফান খান ১০ ও শাহীন শাহ আফ্রিদির ১৬ রানে ১১৭তে পৌঁছায় পাকিস্তান। বাকিদের কেউই স্পর্শ করতে পারেননি দুঅঙ্কের ঘর।
অস্ট্রেলিয়ার হয়ে পেস-অলরাউন্ডার অ্যারন হার্ডি ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট শিকার করেছেন জাম্পা ও স্পেন্সার জনসন।
১১৮ রানের লক্ষ্যে নেমে জয়ের জন্য খুব বেশি বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে। মার্কাস স্টয়নিসের ঝড়ো ফিফটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশ-বাহিনী। ৫টি করে চার ও ছক্কার মারে ২৭ বলে ৬১ রান করেন স্টয়নিস। জেক ফ্রেজার-ম্যাকগার্ক ১৮ ও অধিনায়ক ইংলিশের ব্যাট থেকে আসে ২৭ রান।
পাকিস্তানের হয়ে আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান ও শাহীন শাহ আফ্রিদি একটি করে উইকেট নেন।









