ইরান-ইসরায়েল পাল্টা-পাল্টি হামলা অব্যাহত থাকায় আপাতত ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
সোমবার (১৬ জুন) ইরানের সীমান্তঘেঁষা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাদির বখশ পিরকানি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইরানের সঙ্গে তাদের প্রদেশের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার- এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাকিস্তানের এই পাঁচ জেলার সঙ্গে ইরানের সীমান্ত ক্রসিং রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।
চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত দিয়ে কোনো পাকিস্তানি সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করতে পারবেন না। তবে ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার সুযোগ থাকছে। অন্যদিকে, বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না।









