পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয়টিতে ৮ উইকেটে জয় তুলেছে সাউথ আফ্রিকা। লাহোরে প্রথম টেস্টে প্রোটিয়ারা ৯৩ রানে হেরেছিল। ২০০৭ সালে পাকিস্তানের মাটিতে সবশেষ টেস্ট জয়ের স্মৃতি ছিল তাদের, লম্বা সময় পর দেশটিতে এসে টেস্ট জয়ের স্বাদ পেল সাউথ আফ্রিকা।
রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে পাকিস্তান ৩৩৩ রানে অলআউট হয়। প্রোটিয়ারা প্রথম ইনিংসে থামে ৪০৪ রানে পৌঁছে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান কেবল ১৩৮ রানে গুটিয়ে যায়। সাউথ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৮ রানের। ২ উইকেট হারিয়ে যা ছুঁয়ে ফেলে সফরকারী দলটি।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তান তৃতীয় দিনে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান তুলেছিল। চতুর্থ দিনের সকালে নেমে প্রথম সেশনে আর ৪৪ রান যোগ করতে সব উইকেট হারায় শান মাসুদের দল।
৬৮ রানের জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের তীরে পৌঁছে যায় সাউথ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–১ সমতায় শেষ হল।
পাকিস্তানে সাউথ আফ্রিকা তিন ম্যাচের টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে। ২৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতেই প্রথম টি-টুয়েন্টিতে নামবে দুদল। ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১ নভেম্বর।









