ইসলামাবাদে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ব্যাট হাতে নড়বড়ে ছিল বাংলাদেশ ‘এ’। বৃষ্টি ও আলোকস্বল্পতা সুবিধা দিয়েছিল এনামুল হক বিজয়দের। শেষঅবধি চার দিনের প্রথম ম্যাচটি ড্র করেছে সফরকারী টাইগার দলটি।
ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ ৪৩.৩ ওভারে গুটিয়ে যায়। ওমর আমিনের ১৭৭ রানে ভর করে ৪ উইকেটে ৩৬৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান ‘এ’। বৃষ্টিতে তৃতীয় দিন বল মাঠে গড়ায়নি। চতুর্থ ও শেষদিনে আলোকস্বল্পতার কারণে খেলা একটু আগেভাগে বন্ধ হয়ে যায়। তার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ।
চতুর্থ দিনে ২৪৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৪ রানে ওপেনার এনামুল হক বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। চা-বিরতির আগে ১ উইকেটে ৪২ রান তোলে লাল-সবুজের দল।
বিরতির পর দ্রুত আরও তিন ব্যাটার হারায় বাংলাদেশ। ফিরে যান মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু ও জাকির হাসান। ৬৯ রানে ৪ উইকেট হারানোর পর হাল ধরেন নাঈম হাসান। ৬৯ বলে ৫৫ রান করে দলীয় ১৫৩ রানে আউট হন। ওপেনার জাকির ৪৫ বলে ৩৩ রান করেন।
পাকিস্তানের মীর হামজা ও মোহাম্মদ আলি দুটি করে উইকেট নেন।








