পাকিস্তান সফরে চার দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল গুটিয়ে যায় ১২২ রানে। জবাবে স্বাগতিক দলের এক ব্যাটারই ছাড়িয়ে গেলেন এনামুল হক বিজয়ের দলকে। উমর আমিনের ১৭৭ রানের ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩৬৭ রান তুলেছে পাকিস্তান ‘এ’।
আগের দিন বাংলাদেশের ইনিংস দীর্ঘ হয় ৪৪.৩ ওভার পর্যন্ত। ওপেনার মাহমুদুল হাসান জয় খেলেন ৬৫ রানের ইনিংস, বাকি ১০ ব্যাটার মিলে করতে পারেন কেবল ৪৯। টেস্ট দলের দুই তারকা ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হকও ব্যর্থ হন।
ব্যাটিংয়ে ভরাডুবি পর বোলাররা ব্যর্থ হন উইকেট তুলতে। উমর আমিন ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হন। অধিনায়ক সৌদ শাকিলের ব্যাট থেকে আসে ৭৬।
ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে মঙ্গলবার বৃষ্টি-বিঘ্নিত দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শাহীনস দুই ওভারে বিনা উইকেটে ২ রান করে দিন শেষ করে। দ্বিতীয় দিনে আমিন ২১১ বল খেলে ২৩টি চার ও ৩ ছক্কায় খেলেন ১৭৭ রানের ইনিংস। ৩৪ বছর বয়সী মিডলঅর্ডার ব্যাটার প্রথম শ্রেনির ক্রিকেটে ৩২তম শতক। এরপর ফিফটি হাঁকিয়ে সৌদ শাকিল প্যাভিলিয়নে ফেরত যান ব্যক্তিগত ৭৬ রানে।
সাদ খান ৩১ ও কামরান গুলাম ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৬ উইকেট অক্ষত রেখে ২৪৫ রানে এগিয়ে পাকিস্তান দলটি।
বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের মধ্যে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ১টি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব ও নাইম হাসান।









