ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান ‘এ’র মধ্যকার চারদিনের টেস্টের দ্বিতীয়টির প্রথম দুদিনই ভেস্তে গেছে বৃষ্টিতে। তৃতীয় দিনে মাঠে গড়ায় লড়াই। আগে ব্যাটে নামা বাংলাদেশ শুরুতে চাপে পড়ে। পরে হাল ধরেন সাইফ হাসান ও জাকের আলি অনিক। দুজনের সেঞ্চুরিতে তিন শতাধিক রান তুলেছে বাংলাদেশ।
টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। ৯৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে এনামুল হক বিজয়ের দল।
আগে ব্যাটে নেমে ৭৭ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ফিরে যান নাঈম শেখ, বিজয়, তাওহীদ হৃদয় ও শাহাদাত হোসেন দীপু। পঞ্চম উইকেটে হাল ধরেন সাইফ হাসান ও জাকের আলি।
১৩১ রানের জুটি গড়েন দুজনে। সেঞ্চুরি করে সাইফ ফিরে গেলে জুটি ভাঙে। ১৩টি চার ও ৪টি ছক্কায় ১৬৫ বলে ১১১ রান করেন সাইফ। পরে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে তিনশো রান পার করেন জাকের। সেঞ্চুরিও পূর্ণ করে নেন। দলীয় ৩৩৯ রানে অঙ্কন ফিরে যান। তানজিম সাকিবকে নিয়ে দিন শেষ করেন জাকের। ১৪টি চার ও ৪টি ছক্কায় ১৩৬ রান করে অপরাজিত রয়েছেন তিনি।
পাকিস্তানের হয়ে মেহরান মুমতাজ ও গোলাম মুদাস্সের দুটি করে উইকেট নেন।









