টি-টুয়েন্টি বিশ্বকাপে মোটেও ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি পাকিস্তান। প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপপর্বে বিশ্বকাপ থেকে বিদায় অনেকটাই নিশ্চিত করে ফেলেছিল দলটি। এরপর কানাডার বিপক্ষে জয় পেলেও খুব একটা সুবিধা হয়নি। শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে খুব বেশিদূর এগোতে দেননি বাবর-শাহিনরা।
লডারডেলের সেন্ট্রাল ব্রোডেল রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। তবে আইরিশদের ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি, নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তোলেন তারা।
ব্যাটে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে দলটি, নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। পাওয়ার প্লের প্রথম ওভারে শাহিন আফ্রিদির বলে হারায় দুই উইকেট। পাওয়ার প্লে শেষে ৩২ রান তুলতে হারা পাঁচ উইকেট।
মিডল অর্ডারে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন গ্যারেথ ডিলেনি। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ১৮ বলে ২২ রান আসে জশ লিটলের থেকে। ১৫ রান করেন মার্ক অ্যাডাইর।
পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি ও ইমাদ ওয়াসিম নিয়েছেন তিনটি করে উইকেট। দুই উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির। একটি পেয়েছেন হারিস রউফ।









