পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ও আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। আগের ম্যাচে কানাডার বিপক্ষে জয়, পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিক দেশটি। টি-টুয়েন্টি ক্রিকেটের বড় মঞ্চে নিজেদের দিনে জ্বলে উঠতে পারে যেকোনো দল, ফলটা যেতে পারে যেকারও পক্ষেই। সেটাই ক্রিকেটের সৌন্দর্য, বলছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
গায়ানায় শনিবার ভোরে শুরু হবে রশিদ খানের দলের সঙ্গে উইলিয়ামসনের দলের মাঠের লড়াই। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু ম্যাচ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উইলিয়ামসনের দিকে প্রশ্ন আসে, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের ম্যাচটি তিনি কেমন উপভোগ করেছেন।
৩৩ বর্ষী উইলিয়ামসন বলেছেন, ‘এই ধরনের টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা দলগুলোকে ভালোভাবেই উপকৃত করবে। টুর্নামেন্টের সময় যেকোনো কিছু ঘটতে পারে, আর এটাই খেলাটির সৌন্দর্য। তবে এটা ক্রিকেটের উন্নতির জন্য দারুণ কিছু বটে।’
গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পায়নি পাকিস্তান। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান তোলে বাবরের দল। জবাবে নেমে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩ উইকেটে ১৫৯ রান ছুঁয়ে ফেলে যুক্তরাষ্ট্র। টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করে ১ উইকেটে ১৮ রানের সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। পাকিস্তান ১ উইকেটে ১৩ রানে থামে।
পাকিস্তান-যুক্তরাষ্ট্রের ম্যাচ প্রসঙ্গে কিউইদের টপঅর্ডার ব্যাটার বলছেন, ‘দুর্দান্ত একটা ক্রিকেট ম্যাচ ছিল। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, এসব টুর্নামেন্টে সবদলেই প্রতিভাবান খেলোয়াড় থাকে। ওইদিন আপনি কেমন খেলেন, ফল নির্ভর করে তার উপর।’









