রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করেছে। বিপৎসীমার ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এতে নদীর তীরবর্তী নিম্ন এলাকায় পানি ঢুকে পড়েছে।
বুধবার (১৩ আগস্ট) নিম্নাঞ্চল প্লাবিত হওয়া ও ঝুঁকি এড়াতে নগরীর বাঁধের কাছে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জনসাধারণের প্রবেশ নিষেধ নোটিশটি ঝুলিয়ে দেওয়া হয়েছে বাঁধ এলাকায়। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপৎসীমা ধরা হয় ১৮ দশমিক ০৫ মিটার। বর্তমানে মাত্র ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পরবর্তী দুই দিন পানি আরও বাড়তে পারে। জুলাই মাসের শুরু থেকেই রাজশাহীর পদ্মার পানি বাড়তে শুরু করে। প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়ছে।
মহানগরীর পদ্মা নদীর ধারে তালাইমারী, বাজে কাজলা, পঞ্চবটি, লালন চত্বর ও শ্রীরামপুর এলাকার বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটে পানি ঢুকে গেছে। রাজশাহীর গোদাগাড়ী, পবা, বাঘা, চারঘাটের পদ্মার চরাঞ্চলে শত শত ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে।









