মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপার ও পাঁচগাঁও ইউনিয়নে পদ্মা নদীর আকস্মিক ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে প্রবল স্রোতে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে দিঘিরপার বাজারের ১০টি ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তা, পাকা ঘাটলা, ঘাটলাবাজারের সাপটিং গার্ডার এবং ফসলি জমি।
এখনো ভাঙনের ঝুঁকিতে রয়েছে বাজারের শতশত ব্যবসা প্রতিষ্ঠান। মুন্সীগঞ্জের অন্যতম এই হাটবাজারে প্রায় ২ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত, কারণ এখনও ভাঙনের তীব্রতা অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত থেকেই আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের তীব্রতা বাড়ার সাথে সাথে বুধবার (১৩ আগস্ট) সকালে আরও বিপর্যয় ঘটে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, যদি দ্রুত ব্যবস্থা নেয়া না হয়, তবে আরও বহু দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হতে পারে।
টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভাঙন কবলিত স্থানে দ্রুত এই কার্যক্রম শুরু হবে।









