ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার বায়োপিক বানিয়েছেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামে কলকাতার এ ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট পশ্চিমবঙ্গেজুড়ে ছবিটি মুক্তি পাবে। জানা গেল, একই দিনে বাংলাদেশের হলেও দেখা যাবে ‘পদাতিক’। বাংলাদেশে এ ছবিটি সাফটা চুক্তিতে আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া।
প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘পদাতিক’। আলাপ চূড়ান্ত হয়েছে। আমদানির জন্য ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। আশা করছি, শিগগিরই অনুমতি পেয়ে যাব।’
‘পদাতিক’-এর প্রযোজনা প্রতিষ্ঠানের ‘হুব্বা’ বাংলাদেশে আমদানি করেছিল জাজ। হুগলির ডনখ্যাত হুব্বা শ্যামলকে নির্মিত ছবির ভূমিকায় ছিলেন বাংলাদেশের মোশাররফ করিম। তবে ছবিটি মুক্তির পর ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়ে এদেশে।
পদাতিকে মৃণাল সেনের যুবক ও বয়স্ক-দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত।
মৃণালের এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।
চঞ্চল চৌধুরী বলেন, মৃণাল সেনের জন্ম থেকে মৃত্যু তার কাব্যময় জীবন উঠে এসেছে এ ছবিতে। যে কোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টায় কমতি থাকে না। পদাতিকে খুব সচেতনভাবে আমি সেরা চেষ্টাটা করেছি। সৃজিত মুখার্জি গবেষণা ও যত্ন নিয়ে ছবিটি করেছেন। আমার মনে হয় এই কাজটি ইতিহাসের পাতায় থেকে যাওয়ার মতো হবে।









