৩২ দলের ক্লাব বিশ্বকাপ গড়াতে চলেছে আগামী জুনে। নর্থ আমেরিকা অঞ্চল থেকে জায়গা করে নিয়েছিল মেক্সিকোর ক্লাব লিওন। তবে আসন্ন আসরটিতে খেলা হচ্ছে না কলম্বিয়ান তারাকা হামেস রদ্রিগেজদের। ফিফার নিয়ম ভঙ্গ করে বিশ্বকাপ থেকে বহিষ্কার হল মেক্সিকান ক্লাবটি।
শুক্রবার এক বিবৃতিতে ক্লাব বিশ্বকাপ থেকে লিওনের বহিষ্কারের বিষয়টি জানিয়েছে ফিফা। ‘ডি’ গ্রুপে ব্রাজিলের ফ্লামেঙ্গো, তিউনিসিয়ার ইএস তিউনিস ও ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসির সঙ্গী ছিল লিওন। তাদের পরিবর্তে নতুন একটি ক্লাবকে সংযোজন করবে ফিফা।
মেক্সিকান ক্লাব পাচুকা ও লিওন একই মালিকানাধীন। বহু-ক্লাব মালিকানার নিয়মের মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ার কারণে লিওনকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। বিবৃতিতে ফিফা বলেছে, ‘ফিফা আপিল কমিটির চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন সিএফ পাচুকা এবং ক্লাব লিওন ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এর জন্য প্রবিধানের ১০ অনুচ্ছেদ ১ এর অধীনে সংজ্ঞায়িত বহু-ক্লাব মালিকানার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছেন। প্রবিধানের ১০ এবং ৪ নং অনুচ্ছেদের সাথে সামঞ্জস্য রেখে, ফিফা সিদ্ধান্ত নিয়েছে যে ক্লাব লিওনকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেয়া হবে এবং যথাসময়ে তার বিকল্প হিসেবে নতুন কোনো ক্লাব অন্তর্ভুক্ত করা হবে।’









