বেশ কয়েক বছর ধরে ঈদ অনুষ্ঠান মানেই দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছে ছোটকাকু সিরিজের নাটক। এটি পরিচালনা করে আসছেন কিংবদন্তী অভিনেতা আফজাল হোসেন। আসন্ন ঈদেও হচ্ছে না ব্যতিক্রম।
জনপ্রিয় শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ছোটকাকু সিরিজের এবারের ৮ পর্বের নাটকটির নাম ‘পাবনার ভাবনা’। পরিচালনার পাশাপাশি এতে ছোটকাকু চরিত্রে অভিনয়ও করবেন আফজাল হোসেন।
নতুন নাটক নিয়ে আফজাল হোসেন বলেন, ‘এই সিরিজের প্রতি দর্শকদের প্রত্যাশা রয়েছে। বিশেষ করে ঈদের সময় দর্শকরা ছোটকাকু সিরিজের জন্য অপেক্ষা করেন। আমিও চেষ্টা করি ভালো একটি নাটক নির্মাণের জন্য। ’
‘পাবনার ভাবনা’ নাটকে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, সমু চৌধুরী। চ্যানেল আইয়ে ঈদের দিন থেকে ঈদের ৮ম দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দর্শক বিশেষ এই নাটকটি দেখতে পারবেন।







