মঙ্গলবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে মুক্তিযুদ্ধের সময় একজন পোস্টমাস্টারের একটি প্রেমকাহিনীকে উপজীব্য করে তৈরি ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পোস্টমাস্টার ৭১’।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যখন চারদিকে থমথমে অবস্থা, তখন আরিফ নামের একজন পোস্টমাস্টারের কাছে একটি চিঠি আসে। চিঠিতে লেখা আছে, এই পোস্ট অফিসের আশপাশে যে গ্রাম আছে, সেখান থেকে যুবকদের খুঁজে বের করে যুদ্ধের জন্য ট্রেনিংয়ে পাঠান।
পোস্টমাস্টার গোপনে সেই কাজ শুরু করেন। পোস্টমাস্টার সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে নেপথ্যে থেকে যুদ্ধের জন্য সবাইকে সংগঠিত করেন। ব্যাপারটি জেনে যায় গ্রামের রাজাকার গুলজার। গুলজার তার বাহিনী নিয়ে পোস্টমাস্টারের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর নানা নাটকীয়তায় এগিয়ে যায় ছবির গল্প।
পোস্টমাস্টার আরিফের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। ছবিতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, অমিত হাসান, আল মনসুর, নিঝুম রুবিনা, সানজিদ খান প্রিন্স প্রমুখ।







