‘প্রিন্স অব ডার্কনেস’ কিংবা ‘গডফাদার অব হেভি মেটাল’ খ্যাত ‘ব্ল্যাক সাবাথ’ ব্যান্ডের কিংবদন্তী গায়ক ওজি অসবার্ন আর নেই। ৭৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়ে়ছে তার পরিবার।
পরিবারের দেওয়া বিবৃতিতে বলা হয়, “ওজি পরিবারের সান্নিধ্যে এবং ভালোবাসায় আবদ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই সময়ে আমরা সবার কাছে আমাদের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি।”
জন মাইকেল অসবার্ন ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন এবং ইংল্যান্ডের মধ্যাঞ্চলের শহর বার্মিংহামের একটি শ্রমজীবী পরিবারে ছয় ভাইবোনের মধ্যে চতুর্থ সন্তান হিসেবে বড় হন। শৈশবে ডিসলেক্সিয়ায় ভুগতেন তিনি এবং ১৫ বছর বয়সেই স্কুল ছাড়তে বাধ্য হন। পরে বিভিন্ন খণ্ডকালীন কাজ এবং চুরির দায়ে সংক্ষিপ্ত সময়ের জন্য কারাবাসও করেন।
১৯৭০-এর দশকে হেভি মেটাল ব্যান্ড ব্ল্যাক সাবাথ-এর ফ্রন্টম্যান হিসেবে সংগীত ক্যারিয়ার শুরু করেন। প্যারানয়েড, ওয়ার পিগস এবং সাবাথ ব্লাডি সাবাথ-এর মতো গানগুলো তাকে ও ব্যান্ডকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে।
১৯৮২ সালে এক কনসার্টে স্টেজে একটি বাদুড়ের মাথা কামড়ে ধরার জন্য তিনি বিশ্বজুড়ে আলোচিত হন। পরে তিনি দাবি করেন, ভেবেছিলেন সেটি খেলনা বাদুড়! শুরুর জীবনে মাদকে আসক্ত হয়ে উশৃংখল জীবনে অভ্যস্ত ছিলেন ওজি।
পরে জীবনধারায় পরিবর্তন আনেন তিনি। রিয়েলিটি টিভি তারকা হিসেবে নিজেকে নতুনভাবে গড়ে তোলেন।
মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে নিজ শহর বার্মিংহামে এক বিদায়ী কনসার্টে অংশ নেন অসবার্ন। “এটাই শেষ গান। তোমাদের ভালোবাসা আমাদের অভূতপূর্ব জীবনযাপন করতে সাহায্য করেছে… অন্তর থেকে ধন্যবাদ” –শেষ গান “প্যারানয়েড”-এর পর ভক্তদের উদ্দেশে এভাবেই বলেছিলেন তিনি। ডয়েচেবেলে & হলিউড রিপোর্টার









