Advertisements
গাছপালা আর প্রকৃতিকে ভালোবেসে নিজের ভুবন সাজিয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের আসফিয়া সাবিনা। শৈশব থেকেই বিচিত্র ফল, ফসল আর সৌখিন কৃষির সাথে তার বসবাস। তিনি জানিয়েছেন, এখান থেকেই তিনি খুঁজে পান সুস্থভাবে বেঁচে থাকার প্রাণশক্তি।








