নেটফ্লিক্সের তুমুল আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর জন্য সবচেয়ে কনিষ্ঠ অভিনেতা হিসেবে এমিতে ইতিহাস গড়ে চমকে দিয়েছিলেন ওয়েন কুপার! এবার ক্রিটিকস চয়েস অ্যওয়ার্ড-এর আসরেও চমক দেখালেন এই ব্রিটিশ কিশোর!
মাত্র ১৬ বছর বয়সেই ইতিহাস গড়লেন ব্রিটিশ কিশোর অভিনেতা ওয়েন কুপার। তিনিই এখন পর্যন্ত ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জয়ী সবচেয়ে কম বয়সী অভিনেতা! হলিউডের তারকাবহুল মঞ্চে টিমোথি শ্যালামে, জ্যাকব এলোরদি ও স্টিফেন গ্রাহামের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে এই বিরল সাফল্য অর্জন করেন তিনি।
ইংল্যান্ডের ওয়ারিংটন শহরের বাসিন্দা ওয়েন কুপার স্টিফেন গ্রাহামের জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’–এ অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান। সিরিজটি প্রতি মাসে গড়ে প্রায় সাড়ে চার কোটি দর্শকের কাছে পৌঁছাচ্ছে বলে জানা গেছে!
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের মঞ্চে তার নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই সহকর্মী অভিনেতা জ্যাকব এলোরদি ও স্টিফেন গ্রাহাম তাকে জড়িয়ে ধরেন। এ সময় দর্শকসারিতে বসে বিজয়ীদের নাম ঘোষণা প্রত্যক্ষ করেন টিমোথি শ্যালামে ও কাইলি জেনার।
এর আগে ২০২৫ সালে এমি অ্যাওয়ার্ড-এর পর এবার ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জয়ের মধ্য দিয়ে আবারও নিজের প্রতিভার প্রমাণ দিলেন এই কিশোর অভিনেতা।
পুরস্কার গ্রহণের সময় হাতে লেখা বক্তব্য পড়ে শোনান কুপার। তিনি বলেন,“সমালোচকদের ধন্যবাদ এবং পর্দার পেছনের সবাইকে কৃতজ্ঞতা- যাদের কারণে এই রাতটি সম্ভব হয়েছে। গত এক বছর আমার এবং আমার পরিবারের জন্য ছিল একেবারেই ঝড়ের মতো। এটি আমাদের জীবন চিরতরে বদলে দিয়েছে।”
এই বিভাগে তিনি পরাজিত করেছেন শক্ত প্রতিদ্বন্দ্বী ওয়াগনার মুরা, নিক অফারম্যান, মাইকেল পেনা, অ্যাশলি ওয়াল্টার্স ও রামি ইউসুফের মতো প্রতিষ্ঠিত অভিনেতাদের।
এদিকে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজটিও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে ‘সেরা লিমিটেড সিরিজ’ পুরস্কার জিতেছে। সিরিজটিতে অভিনয়ের জন্য স্টিফেন গ্রাহাম ও এরিন ডোহার্টিও নিজ নিজ বিভাগে বিজয়ী হয়েছেন।
অল্প বয়সেই একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় ওউয়েন কুপারকে হলিউডের সবচেয়ে সম্ভাবনাময় নতুন তারকাদের একজন হিসেবে দেখা হচ্ছে। টেলিগ্রাফি









