গাজার উদ্ধারকারীরা জানিয়েছে, বুধবার ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় গাজাজুড়ে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। এসময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের সঙ্গে গাজায় আটক বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা করেছেন।
আজ (১৫ মে) বৃহস্পতিবার গাজা সিটি থেকে এএফপি জানায়, গাজায় আটক বন্দীদের মুক্তি নিয়ে দোহায় সাম্প্রতিক আলোচনা চলছে, যেখানে বুধবার সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উইটকফ ও তার আলোচক দলের সঙ্গে বন্দী ও নিখোঁজদের বিষয়টি নিয়ে আলোচনা করেন।
এদিকে গাজাজুড়ে লড়াই তীব্রতর হচ্ছে। গাজার সিভিল ডিফেন্স কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়্যির জানান, ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫৯ জন গাজার উত্তরাঞ্চলে।
উত্তর গাজার জাবালিয়া এলাকায় এক হামলার পর ধারণ করা ফুটেজে দেখা যায়, ধসে পড়া ভবনের স্তূপ, মাটির নিচে চাপা পড়া ধাতব কাঠামো এবং ধ্বংসাবশেষের ভেতর ব্যক্তিগত জিনিসপত্র খুঁজে ফিরছে ফিলিস্তিনিরা, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। উত্তরের শোকাহত নারীরা রক্তাক্ত কাফনে মোড়ানো মরদেহের পাশে কাঁদছেন।
অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বুধবার বলেন, গাজায় তিনি ‘যেকোনো মূল্যে যুদ্ধবিরতি’-র পক্ষপাতী। নেতানিয়াহুকে উদ্দেশ করে তিনি বলেন, তিনি নিজের স্বার্থে যুদ্ধ চালিয়ে যেতে চান।









