ওভালে পঞ্চম দিনেও বৃষ্টি। থামার নাম নেই। চতুর্থ দিনের শেষের খেলাও খানিক পণ্ড হয়েছে ইংল্যান্ড-ভারতের সিরিজ নির্ধারণী টেস্টে। স্টেডিয়ামে স্বল্প আলো ও মেঘাচ্ছন্ন আকাশে পেছাতে পারে শেষদিনের খেলা শুরুর সময়। রোমাঞ্চকর পাঁচ ম্যাচের সিরিজে দুদল লড়েছে চোখে চোখ রেখে। সিরিজ সমাপ্তির পালা। সেখানেই মঞ্চ কেড়ে বৃষ্টির আনাগোনা। তবে বৃষ্টির ফাঁক গলে খানিক খেলা হলেই ম্যাচের ফলাফল মিলে যেতে পারে।
পঞ্চম দিনে ভারতের দরকার ৪ উইকেট। স্বাগতিক ইংলিশদের দরকার সবে ৩৫ রান। ইংল্যান্ড জিতলে ভারতের বিপক্ষে সাত বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে। ইতিমধ্যে স্বাগতিকরা সিরিজে এগিয়ে আছে ২-১ ব্যবধানে। ভারতের সামনেও সুযোগ ২-২ ব্যবধানে এনে সিরিজ ড্র করার।
আবহাওয়া পূর্বাভাস বলছে, ওভালের স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত থাকতে পারে বৃষ্টি। প্রথম সেশনের খেলা পণ্ড হলেও পরে খেলা শুরু হলে বিকেল পর্যন্ত ম্যাচের স্থায়ীত্ব থাকবে না। তার আগেই আসতে পারে ম্যাচের ফল। চতুর্থ দিনের শেষ সেশনের বৃষ্টিও ভুগিয়েছে স্বাগতিকদের। স্বল্প আলো ভোগাচ্ছে ইংল্যান্ড ব্যাটারদের।

ভারতের দরকার ক্রিস ওকসের উইকেটসহ ৪ উইকেট। কাঁধে চোট পেয়েছেন ক্রিস। প্রয়োজন হলে এক হাতেও ব্যাট করবেন তিনি। ৩৭৪ রানতাড়ায় ইংল্যান্ড চতুর্থ দিন পর্যন্ত তুলেছে ৩৩৯ রান।
ইংলিশদের সামনে সিরিজ জয়ের পাশাপাশি একই সিরিজে করা রেকর্ড ভাঙার অপেক্ষা। ওভালে এ সিরিজেই করা রেকর্ডটি ভাঙার সুযোগ জো রুটের দলের। হেডিংলিতে লাল বলের ক্রিকেটে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড গড়ে ৩৭১ রানতাড়া করে জিতেছিল ইংল্যান্ড।









