প্রতিপক্ষকে কামড়ে দিয়ে ৮ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন প্রেস্টন নর্থ এন্ড ক্লাবের ফরোয়ার্ড মিলুতিন ওসমাজিক। ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে গতমাসে কামড়ের ঘটনা ঘটেছিল। প্রেস্টন ও ব্ল্যাকবার্ন রোভার্সের ম্যাচে ওয়েন বেকের সাথে এমন কাণ্ড করেন ওসমাজিক।
মন্টেনেগ্রোর খেলোয়াড় ওসমাজিক ম্যাচের সময় হলুদ কার্ড দেখেন। কিন্তু ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন রিভিউয়ের পর দোষী সাব্যস্ত করেছে ২৫ বর্ষী এ খেলোয়াড়কে। বেক লিভারপুল থেকে ধারে ব্ল্যাকবার্নে খেলতে এসেছেন।
ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানিয়েছে, ‘প্রেস্টন নর্থ এন্ড তারকা মিলুতিন ওসমাজিককে ৮ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং একই সাথে ১৫,০০০ ইউরো জরিমানা করা হয়েছে। ২২ সেপ্টেম্বর ইএফএল চ্যাম্পিয়নশিপে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষের ম্যাচে এ ঘটনা ঘটেছিল।’
‘ওই ফরোয়ার্ড স্বীকার করেছেন যে, তিনি ম্যাচের ৮৭ মিনিটে কামড়ের মতো আক্রমণাত্মক কাজ করেছেন। একটি স্বাধীন নিয়ন্ত্রণ কমিশন শুনানির পর তার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর লিখিত কারণ যথাসময়ে প্রকাশ করা হবে।’
লিভারপুলের সাবেক ফরোয়ার্ড লুইস সুয়ারেজ চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচের সাথে এমন কাজ করেছিলেন ২০১৩ সালে। তাকে শাস্তি হিসেবে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।









