আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে পল্টনে এই ঘটনা ঘটে। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসমান হাদীকেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়েছেন। এছাড়া ইনকিলাব মঞ্চের সদস্য ও সমর্থকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন।









