লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের পর অস্কারের ৯৭তম আসর আয়োজন নিয়ে ছিলো শঙ্কা, তবে সেই পোগা শহরেই জমকালো আয়োজনে স্থানীয় সময় রবিবার সন্ধ্যার পর বসেছে বছরের সেরা ছবিকে পুরস্কৃত করার এই আয়োজন।
অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। পুরস্কার বিজয়ীরা তাদের অসাধারণ কাজের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করছে, এখন সময় এসেছে বিজয়ীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করার।
চলুন, হোস্ট কনান ও’ব্রায়েনের নেতৃত্বে উদযাপনের একটি রাতের আসল উৎসবের দিকে নজর দেয়া যাক।
শুরুর দিকে দেয়া হয়েছে সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার। এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে অস্কার পেল ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, আর ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’। সেরা মেকাপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গেল বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।
কস্টিউম ডিজাইনে পুরস্কার জিতেছে ‘উইকড’ ছবিটি। সেরা অভিযোজিত চিত্রনাট্যর পুরস্কার পেয়েছে আলোচিত ছবি ‘কনক্লেভ’। এছাড়া সেরা মৌলিক চিত্রনাট্যর পুরস্কার জিতে নিয়েছে আনোরা।









