Site icon চ্যানেল আই অনলাইন

অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ভারত-পাকিস্তানের ছবি

Advertisements

২০২৩-এর মার্চ মাসে বসবে অস্কারের ৯৫তম আসর। অথচ এরইমধ্যে শুরু হয়েছে এবারের ছবিগুলো নিয়ে জল্পনা কল্পনা। আর এরমধ্যেই প্রকাশিত হলো অস্কারের দশটি বিভাগের শর্টলিস্ট। যেখানে খুব ভালো অবস্থান করে নিয়েছে ভারত ও পাকিস্তানের ছবি।

চলতি বছর ৯২টি দেশের ছবি থেকে ‘আন্তর্জাতিক ফিচার ছবি’ বিভাগে মনোনয়নের জন্য নির্বাচন করা হয়েছে ১৫টি ছবি। এই তালিকা থেকে ভোটের মাধ্যমে চূড়ান্ত মনোনয়নের তালিকা তৈরি করা হবে।

অস্কারের এই সংক্ষিপ্ত তালিকায় এবার প্রথমবারের মতো জায়গা করে নিলো পাকিস্তানের ছবি ‘জয়ল্যান্ড’। সাইম সাদিক রচিত ও পরিচালিত এই ছবিটি নিয়ে রীতিমত বিশ্বজুড়ে আলোচনা তুঙ্গে। এমনকি ছবি মুক্তির পর পাকিস্তানে হয়েছিলো নিষিদ্ধ। যদিও শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান সরকার। আর এই ছবিটির কারণেই প্রথমবারের অস্কারের সংক্ষিপ্ত তালিকায় প্রথম নাম এলো পাকিস্তানের!

‘জয়ল্যান্ড’-এর কার্যনির্বাহী প্রযোজনায় রয়েছেন নোবেলজয়ী শিক্ষাবিদ মালালা ইউসুফজাই। তার প্রযোজনা সংস্থা ‘এক্সট্রাকারিকুলার’-এর তত্ত্বাবধানেই তৈরি হয়েছে এই সিনেমা।

‘জয়ল্যান্ড’ সিনেমাটি পাকিস্তানের লিঙ্গ বৈষম্য দূর করার গল্পে নির্মিত। পুরুষতান্ত্রিক সমাজে যৌনতার প্রথাবদ্ধ ধারণার বিপরীতে দাঁড়িয়ে নির্মিত হয়েছে ‘জয়ল্যান্ড’ সিনেমা। যেখানে পিতৃতান্ত্রিক পরিবারের সদস্যরা পুত্রসন্তান জন্মের প্রত্যাশা করে। অথচ পরিবারের ছোট ছেলেটি বড় হয়ে এক তৃতীয় লিঙ্গের প্রেমে পড়ে। যোগ দেয় নাচের থিয়েটারে। গল্প এগিয়ে যেতে থাকে, ভাঙতে থাকে যৌনতার সামাজিক ও প্রথাগত ধারণা।

‘সেরা আন্তর্জাতিক ভাষার চলচ্চিত্র’ বিভাগে ১৫টি ছবির তালিকায় আছে ভারতের ছবি ‘লাস্ট ফিল্ম শো’। গুজরাটি ভাষায় তৈরি সিনেমা ভারতীয় সিনেমাটি পরিচালনা করেছেন পান নলিন। জানা গেছে, নির্মাতার নিজের অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠা এই সিনেমার বিষয়বস্তু। গুজরাটের গ্রামে বাল্যকাল কেটেছে পরিচালকের। সেই স্মৃতিই তিনি পর্দায় ফিরিয়ে এনেছেন ‘লাস্ট ফিল্ম শো’র মাধ্যমে।

তবে তার সঙ্গে জুড়ে গিয়েছে আরও কয়েকটি জিনিস। কীভাবে ডিজিটাল মাধ্যম আসার পরে সেলুলয়েড আস্তে আস্তে হারিয়ে গিয়েছে এবং তার মধ্যেও কীভাবে একজন সেলুলয়েডের প্রেমে পড়েছে, তা নিয়েই এই ছবির গল্প। ‘লাস্ট ফিল্ম শো’ নামের মধ্যে দিয়ে পরিচালক নাকি ধরতে চেয়েছেন একটি যুগের শেষ এবং আর একটি যুগের শুরুর সময়টা।

ভারত ও পাকিস্তানের ছবি ছাড়াও এ বছর ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে অস্কারে জায়গা করে নিয়েছে ‘আর্জেন্টিনা, ১৯৮৫ (আর্জেন্টিনা), করসেজ (অস্ট্রিয়া), ক্লোজ (বেলজিয়াম), রিটার্ন টু সিউল (কম্বোডিয়া), হলি স্পাইডার (ডেনমার্ক), সেইন্ট ওমর (ফ্রান্স), অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি), দ্য কোয়ায়েট গার্ল (আয়ারল্যান্ড), বারদো (মেক্সিকো), দ্য ব্লু কাফতান (মরক্কো), ইও (পোল্যান্ড), ডিসিশন টু লিভ (দক্ষিণ কোরিয়া) ও কায়রো কন্সপায়ারেসি (সুইডেন)।

এই বিভাগে বাংলাদেশ থেকে এ বছর পাঠানো হয়েছিলো মেজবাউর রহমান পরিচালিত তুমুল জনপ্রিয় ছবি ‘হাওয়া’।

Exit mobile version