হৃদরোগ সমস্যা নিয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চেলসি এবং ব্রাজিলের সাবেক মিডফিল্ডার অস্কার। রোববার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শঙ্কা আছে ফুটবল থেকে অবসরই নিতে হতে পারে তাকে।
গত মঙ্গলবার ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর প্রশিক্ষণ কেন্দ্রে নতুন মৌসুমের জন্য শারীরিক পরীক্ষা চলে। সেখানে সাইক্লিং পরীক্ষার সময় ৩৪ বর্ষী তারকা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়।
বিবৃতিতে সাও পাওলো জানিয়েছে, ‘অস্কার রোববার আইনস্টাইন হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে স্থিতিশীল এবং ভালো আছেন। হাসপাতালের তদন্তে নিশ্চিত হওয়া গেছে, তিনি ভ্যাসোভাগাল সিনকোপ রোগে ভুগছিলেন।’ ভ্যাসোভাগাল সিনকোপ হল রক্তচাপ এবং হৃদস্পন্দন হঠাৎ কমে পাওয়া। এতে রোগী অজ্ঞান হয়ে পড়েন।
ক্লাবটি জানিয়েছে, ‘অস্কার আগামী কয়েকদিনের জন্য মেডিকেল বিশ্রামে থাকবেন।’
ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছে, এ ঘটনার পর অস্কার পেশাদার ফুটবল থেকে অবসরের চিন্তা করছেন।
অস্কার সাও পাওলোর হয়ে ২০০৮ সালে ক্যারিয়ার শুরু করেছিলেন। চেলসির হয়ে ৫ বছর খেলেছেন। ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপে ব্রাজিল দলে ছিলেন। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারার রাতে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন তিনি। চীনের ক্লাব সাংহাই পোর্টের হয়ে আট বছর খেলেছেন। এবছর ২০২৭ সাল পর্যন্ত তিন বছরের চুক্তিতে আবারও সাও পাওলো ফিরে আসেন অস্কার।









