প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গেই পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে সুহানা খান, জাহ্নবী কাপুর, নিসা দেবগন, সবার প্রিয় ওরহান আত্রামানি বা ওরি। তারকাদের অন্দরমহলে তার অবাধ বিচরণ। কিন্তু কে এই ওরি এবং কী তার পেশা সেই প্রশ্নের উত্তর জানা নেই কারও। এবার সেই উত্তর নিজেই দিলেন ওরি, জানালেন পরিচয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজেই নিজের পরিচয় দিয়েছেন ওরি। সামাজিক মাধ্যমে ভাইরাল এক ক্লিপে দেখা গেছে ওরি বলছেন, “আপনি জব করেন তাই জবার। পেইন্ট করেন তাই পেইন্টার। আর ‘আই অ্যাম লিভিং’ তাই আমি লিভার।”
ওরির ‘লিভার’ শুনে নেটিজেনরা হাসছেন। আবার অনেকেই মনে করছেন বলিউড তারকাদের কাছে তার গুরুত্ব বোঝাতেই ‘লিভার’ শব্দটি ব্যবহার করেছেন ওরি।
শোনা যাচ্ছে অরি এবার বিগ বস ১৭-তে অংশ নিতে যাচ্ছেন। যদি তাই হয়, তাহলে হয়তো জানা যাবে ওরির প্রকৃত পরিচয়।
সূত্র: এবিপিলাইভ







