ওরম্যাক্স মিডিয়া প্রকাশ করেছে সেরা ১০ ভারতীয় অভিনেত্রীর তালিকা। এই তালিকায় গেল জুলাই মাসের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের তালিকা প্রকাশিত হয়েছে।
যে তালিকায় মাত্র দুই জন বলিউড অভিনেত্রী স্থান পেয়েছেন, বাকি ৮ জনই দক্ষিণ ভারতের। তালিকায় জেনে নেয়া যাক, কোন ভারতীয় অভিনেত্রী এক নম্বরে রয়েছেন!
ওরম্যাক্স মিডিয়ার রিপোর্টে অনুসারে, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এক নম্বরে নিজের স্থান করে নিয়েছেন। এরপরেই দ্বিতীয় স্থানে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং তৃতীয় স্থানে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন রয়েছেন।
এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন কাজল আগরওয়াল। পাঁচ নম্বরে রয়েছেন অভিনেত্রী ত্রিশা কৃষ্ণণ, ষষ্ঠ স্থানে নয়নতারা এবং সপ্তম স্থানে সাই পল্লবী।
এবার তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছেন রাশমিকা মান্দানা। তালিকার অষ্টম স্থানে রয়েছেন দক্ষিণী এই অভিনেত্রী।
‘পুষ্পা ২’-তে ‘থাপ্পড় মারুঙ্গি’ গানটি দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন শ্রীলীলা। এই তালিকার নবম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি এবং সবশেষে রয়েছেন বাহুবলী অভিনেত্রী তামান্না ভাটিয়া অর্থাৎ দশম স্থানে রয়েছেন তিনি। -হিন্দুস্থান টাইমস









