পোশাকে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রের নারী সকার লিগের ক্লাব অরল্যান্ডো প্রাইড। ঋতুস্রাবের সময় ফুটবলারদের স্বাচ্ছন্দ্যে খেলা নিশ্চিতে সাদা পোশাক আর না পরার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। ক্লাবটির দ্বিতীয় পোশাকে সাদা শর্টস ছিল। এখন থেকে কালো শর্টস পরবে তাদের ফুটবলাররা।
ক্লাবটি জানিয়েছে, নারীদের প্রভাবিত করে এমন স্বাস্থ্য বিষয়গুলো তারা প্রাধান্য দিচ্ছে। ঋতুস্রাবের সময় খেলোয়াড়রা উদ্বিগ্ন থাকেন। বয়ঃসন্ধিকালে ছেলেদের তুলনায় মেয়েরা খেলাধুলা থেকে দ্বিগুণ হারে সরে যাচ্ছেন। সেই সময়গুলোতে যেন মেয়েদের উদ্বেগ কমে আসে, পোশাকে এমন পরিবর্তন আনা হয়েছে সে কারণেই।
যুক্তরাষ্ট্রের নারী সকার লিগের প্রথম দল হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে অরল্যান্ডো প্রাইড। সিদ্ধান্তটিকে সাধুবাদ জানিয়েছেন ক্লাবটির মিডফিল্ডার এরিকা টাইমার্ক।
‘পোশাকে পরিবর্তনে ক্লাবের সিদ্ধান্ত ছিল দুর্দান্ত। সাদা রঙের শর্টস না পরতে চাওয়ার কারণগুলো সবার কাছেই পরিষ্কার। দুর্ভাগ্যবশত বিষয়টি নিয়ে এতদিন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি।’
‘আমি মনে করি একটি ক্লাব হিসেবে আমাদের জন্য বড় পদক্ষেপ নিয়েছে অরল্যান্ডো প্রাইড। পদক্ষেপটি খেলোয়াড়দের মাঝে স্বাচ্ছন্দ্য এনে দেবে। পাশাপাশি আমাদেরকে শুধুমাত্র প্রতিযোগিতায় মনোনিবেশ করতে সাহায্য করবে।’
এরআগে গত নভেম্বরে অল ইংল্যান্ড ক্লাব উইম্বলডনে নারী টেনিসে রঙিন অন্তর্বাস পরার উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে।








