জনশক্তিকে জনকল্যাণমূলক কাজে বেশি বেশি সম্পৃক্ত হতে হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক আবদুল হালিম বলেছেন, আগামী নির্বাচনের পূর্বে দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার সাথে সম্পর্ক রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনের কাজ বৃদ্ধি করে সংগঠনকে মজবুত করতে হবে। জনকল্যাণমূলক কাজে বেশি বেশি সম্পৃক্ত হতে হবে। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে।
রোববার (৬ এপ্রিল) পঞ্চগড় জেলা জামায়াত আয়োজিত জেলা আমির ইকবাল হোসাইনের সভাপতিত্বে এক বিশেষ দায়িত্বশীল বৈঠকে আবদুল হালিম এসব কথা বলেন।
দায়িত্বশীল বৈঠকে জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি, উপজেলা আমির ও সেক্রেটারি, জেলা শ্রমিক কল্যাণের সভাপতি ও সেক্রেটারি এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি ও সেক্রেটারি অংশগ্রহণ করেন।
আবদুল হালিম বলেন, শহীদ নেতৃবৃন্দের শাহাদাত এবং প্রায় ৫০০ নেতা-কর্মীর শাহাদাতকে আল্লাহ কবুল করে আমাদের জন্য ৫ আগস্ট দেশের পরিবর্তন এনে দিয়েছেন। অনেক মানুষের ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিষ্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। এখন ফ্যাসিস্ট বিরোধী সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে একদল দেশপ্রেমিক, সৎ ও যোগ্য লোক তৈরি করতে হবে। জামায়াতে ইসলামী শুরু থেকে এ কাজটিই করে যাচ্ছে। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীকে সার্বিক সহযোগিতা করার জন্য তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।









