গেল বছর মার্চের প্রথম সপ্তাহে বড়পর্দায় মুক্তি পেয়েছিলো খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি ‘ওরা ৭ জন’। বছর ঘুরে আসছে মার্চ সামনে রেখে নতুন ঘোষণা দিলেন নির্মাতা!
জানালেন, স্বাধীনতার মাস মার্চ। আর এই মাসের প্রথম দিন থেকেই বাংলাদেশের দর্শক ওটিটি প্লাটফর্ম টফিতে দেখতে পারবেন আলোচিত ‘ওরা ৭ জন’ ছবিটি। এসময় খিজির জানান, এরআগে আমাজন প্রাইম ভিডিও সহ মোট ৭ টি আন্তর্জাতিক প্লাটফর্ম থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দর্শক ছবিটি দেখতে পারছেন।
মুক্তিযুদ্ধ ভিত্তিক এই ছবিটি বেশী সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে শুরু থেকেই বেশ তৎপর খিজির। এ বিষয়ে তার ভাষ্য, গত বছর সিনেমা হলে মুক্তির পর থেকে এই এক বছরে আমাদের লক্ষ্য ছিল একটাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের রণাঙ্গণের বীরগাথা নিয়ে নির্মিত সিনেমাটিকে বিশ্বের সকল মানুষের জন্য দেখার ব্যবস্থা করে দেওয়া। সবার সহযোগিতায় আমরা তা করতে পেরেছি।
‘ওরা ৭ জন’ সিনেমায় ৭ মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।








