মঙ্গলবার প্যারিসে হয়ে গেল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ সিনেমাটির প্রিমিয়ার। ছবিটি দেখে সমালোচকরা মনে করছেন, এটি নোলানের সেরা সৃষ্টি।
‘কলিডার’-এর স্টিভ ওয়েইনটাব ছবিটি প্রসঙ্গে লিখেছেন, ‘ক্রিস্টোফার নোলানের ওপেনহেইমার অসাধারণ। ছবির প্রতিটি বিষয় নিয়েই কথা বলা যায় এবং সবার পারফর্মেন্স দারুণ। ক্যামেরার পেছনের কাজ, নোলানের গল্প বলার ধরন অসাধারণ। তিন ঘণ্টা শেষ হয়ে যায় নিমিষেই।’
‘ফিল্ম কম্প্যানিয়ন’-এর সুচরিতা ত্যাগী আইম্যাক্স ফরম্যাট-এ ছবিটি দেখেছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘আইম্যাক্স স্ক্রিনে ওপেনহেইমার দেখার বিষয়টি যতটুকু ধারণা করেছিলাম তার চেয়েও বড় বিষয়। নোলানের আগের সব কাজ থেকে আলাদা, তবুও নিজের ফিল্মোগ্রাফির সাথে খাপ খাইয়েছেন। সিনেমার প্রতিটি ফ্রেমই দারুণ যা সুনিপুণ হাতে ধারণ করেছেন হোয়েতে ভ্যান হোয়েতেমা।’
চলচ্চিত্র সমালোচক সিমন থম্পসন লিখেছেন, ‘ওপেনহেইমার শক্তিশালী সিনেমা। সিলান মারফি পুরস্কার পাওয়ার মতো ভিন্ন মাত্রার অভিনয় করেছেন। সিনেমার প্রতিটি প্লেয়ারই দারুণ গেম খেলেছেন। নোলানের দৃষ্টি ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন হোয়েতে ভ্যান হোয়েতেমা।’
টোটাল ফিল্মের ম্যাট মেটাম বলেছেন, ‘ওপেনহেইমার আমাকে স্তব্ধ করে দিয়েছে। চরিত্র নিয়ে স্টাডি অনেক বড় মাত্রার হয়েছে যা ফুটিয়ে তুলেছেন সিলিয়ান মারফি। ছবিতে ছবিতে টেনশন আছে, আছে ক্যামেরার দারুণ কাজ। ছবির গঠন, মাত্রা, শব্দ সবই দারুণ। ওয়াও!’
‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে এটি বায়োপিক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। ‘ওপেনহেইমার’ পারমাণবিক বোমার বিপ্লবী সৃষ্টি এবং এর উৎক্ষেপণের পরের গল্প বলবে দর্শকদের। ছবিটি মুক্তি পাবে ২১ জুলাই।
সূত্র: হিন্দুস্তান টাইমস








