বাংলা সিনেমায় জোয়ার বইছে! ঈদের ছবি ‘পরাণ’ নিয়ে দর্শকের হিড়িকের মধ্যেই শুক্রবার (২৯ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’। তারকাবহুল এই সিনেমাটির মুক্তির দিনেই আসছে আরেক প্রতীক্ষিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেলার!
মঙ্গলবার দুপুরে র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৫টায় বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত কক্সবাজারে দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেলার উন্মোচন হবে।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি. থেকে আরও জানানো হয়, ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
জানানো হয়, লাবনী বিচে আয়োজনটি হবে। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার অভিনয়শিল্পী রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, দর্শণা, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হবেন। অনুষ্ঠানে তারা সিনেমার গানের সঙ্গে লাইভ পারফর্ম করবেন।
এছাড়া অনুষ্ঠানের আগে এই তারকারা কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে, হোটেল রেস্তোরাঁ ও সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ‘অপারেশন সুন্দরবন’র প্রচারণায় অংশ নেবেন বলেও সংবাদ বিবৃতিতে জানানো হয়।
এর আগে ‘অপারেশন সুন্দরবন’ এর টিজার মুক্তির পর রীতিমত শোরগোল পড়ে যায়। দর্শকের আগ্রহ জাগানিয়া এই সিনেমাটি শিগগির দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও জানানো হয়।








