ওপেনএআই গুগলের জেমিনি ৩ এর সাথে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ‘কোড রেড’ উদ্যোগের পর দ্রুত উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জিপিটি ৫.২।
রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) একটি বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই সংস্করণে সাধারণ বুদ্ধিমত্তা, কোডিং সক্ষমতা এবং দীর্ঘ প্রেক্ষাপট বিশ্লেষণের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে। ডিসেম্বরের শুরুর দিকে সিইও স্যাম অল্টম্যান অভ্যন্তরীণভাবে কোড রেড ঘোষণা করে অপ্রয়োজনীয় প্রকল্প স্থগিত করেন।
বিভিন্ন দলকে জিপিটি ৫.২ উন্নয়নে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন তিনি। এর লক্ষ্য ছিল গুগলের জেমিনি ৩ এর সক্ষমতার সঙ্গে প্রতিযোগিতা করা। ওপেনএআই বলছে, জিপিটি ৫.২ আগের যেকোনো সংস্করণের তুলনায় ব্যবহারকারীদের আরও বেশি অর্থনৈতিক মূল্য দিতে সক্ষম হবে। এটি স্প্রেডশিট তৈরি, প্রেজেন্টেশন বানানো এবং জটিল বহু-ধাপের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে আরও দক্ষ।
গুগল গত নভেম্বরে তাদের জেমিনি ৩ উন্মোচন করে এবং বিভিন্ন শিল্পমান সূচকে এর অগ্রসর অবস্থান তুলে ধরে। বৃহস্পতিবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, জেমিনি ৩ আমাদের আশঙ্কার তুলনায় আমাদের মেট্রিকসের ওপর কম প্রভাব ফেলেছে।
এই বিষয়ে গুগল এখনো কোনো মন্তব্য জানায়নি। এদিকে ডিজনি জানিয়েছে, তারা ওপেনএআই এর জন্য ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। ওপেনএআইকে তারা স্টার ওয়ার্স, পিক্সার ও মার্ভেলসহ তাদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির চরিত্রগুলো সোরার এআই ভিডিও জেনারেটরে ব্যবহারের অনুমতি দেবে।
মাইক্রোসফট সমর্থিত ওপেনএআই জানিয়েছে, তারা আপাতত জিপিটি ৫.১, জিপিটি ৫ বা জিপিটি ৪.১ সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা করছে না। নতুন জিপিটি ৫.২ মডেল বৃহস্পতিবার থেকেই ধাপে ধাপে চ্যাটজিপিটিতে যুক্ত করা শুরু হয়েছে, বিশেষত পেইড প্ল্যান ব্যবহারকারীদের জন্য।









