সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও সাইবার জগতে জঙ্গিবাদের মতাদর্শ প্রচারণায় ছিলেন মো. রবিউল হাসান রানা। তিনি দীর্ঘ দুই বছর যাবৎ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর দাওয়াতি কার্যক্রমের সাথে সংযুক্ত।
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ ও সমর্থন, অপরাধের ষড়যন্ত্র এবং অন্যান্যদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় রবিউলের বিরুদ্ধে গতকাল ১৭ জুন ডিএমপির যাত্রাবাড়ি থানার মামলা (নং-৭৩) সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়।
শনিবার ১৭ জুন দুপুরে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাতুয়াইল পশ্চিমপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর একজন সক্রিয় সদস্যকে রবিউল হাসান রানাকে গ্রেপ্তার করে। সেসময় তার কাছ থেকে উগ্রবাদি কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও ১১টি উগ্রমতাদর্শের বইয়ের সফটকপি জব্দ করা হয়।
রোববার ১৮ জুন অ্যান্টি টেররিজম ইউনিটের গণমাধ্যম শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার মো. রবিউল হাসান রানা ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনার ছাত্র। তিনি ফেসবুক আইডি ব্যবহার করে প্রচার-প্রচারণা, লাইক, শেয়ার ও ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর বিভিন্ন আইন বহির্ভূত ভিডিও ক্লিপস আদান-প্রদান করে আসছিল। সে বর্তমান রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করার লক্ষ্যে অনলাইন ও সাইবার স্পেসের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি, জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন প্রচার-প্রচারণা করে আসছিল।
এছাড়াও এই আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ফেইসবুক পেইজের বিভিন্ন জঙ্গি সংক্রান্ত পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার এবং নিজেও বিভিন্ন পোস্ট করে উগ্রবাদী কার্যক্রমে উৎসাহ দিয়ে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জিহাদের প্রস্তুতি গ্রহণ করছিল।







