শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় শাপলা বেগম নামে এক গৃহবধু নিহত হয়েছে। এই ঘটনায় নিহত শাপলা বেগমের সন্তানসহ আরও ২ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নকলা থানার ওসি মো. আব্দুল কাদের খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শাপলা বেগম চিথলিয়া গ্রামের আলম মিয়ার স্ত্রী। আহতরা হলেন, শাপলা বেগমের তিন বছর বয়সী শিশু সন্তান তাওহীদ মিয়া ও বৃদ্ধ সজীব মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক নরসিংদী জেলার রায়পুর উপজেলার বাসিন্দা খোরশেদ আলম মিয়ার ছেলে জুনায়েদ হোসেনকে আটক করেছে পুলিশ।
নকলা থানার ওসি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার, চালককে আটক এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাপলা বেগম, তার শিশু সন্তান তাওহীদ ও বৃদ্ধ সজীব মিয়াকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই শাপলা বেগম মারা যায়। আহত শিশু ও বৃদ্ধকে উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটনায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।









